নীলগিরি পর্যটন কেন্দ্র বাংলাদেশের বান্দরবান
জেলায় নীলগিরি পাহাড়চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে ২২০০ ফুট উচ্চে অবস্থানের কারণে নীলগিরি পর্যটন কেন্দ্র সর্বদা মেঘমণ্ডিত আর এটাই এই পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ। একবিংশ শতাব্দীর শুরু থেকে নীলগিরি ধীরে ধীরে দেশব্যাপী মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করতে শুরু করে। এই পুরো পর্যটন কেন্দ্রটিই প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং তারাই এর পরিচালনা করে থাকেন। এই পর্যটন কেন্দ্রটি বান্দরবান জেলা সদর থেকে ৫০ কিলোমিটার দূরে কাফ্রুপাড়াসংলগ্ন পাহাড় চূড়ায় অবস্থিত। বান্দরবানের আলীকদম থেকে থানচীগামী রাস্তা ধরে পাহাড়ী পথে নীলগিরি পৌঁছানো যায়।
Nilgiri is a collection of multiple variable sizes hill area in Bandarban. Bandarban itself is a hill district in Bangladesh. The mountains with Covering trees look very beautiful from Nilgiri.The journey with locally called Chader gari (Moon Car) is very much enjoyble and full of thrills. The Nilgiri tourist area is very clean and is under supervision of Bangladesh Army.Clean wash rooms and cafeteria also availabl. The road distance from Dhaka is 326 km and from Chittagong is 85 km. Any one from any corner of world may come to Dhaka or Chittagong by air and then may go to Nilgiri by luxurious bus with very reasonable cost.